দূর্ঘটনা, আঘাত বা ক্ষতস্থান নীতিমালা (Accident/Injury Policy)
দূর্ঘটনা, আঘাত বা ক্ষতস্থান নীতিমালা
(Accident/Injury Policy)
উদ্দেশ্যঃ
শরীফ গ্রুপ -এ কর্মরত শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের চিকিৎসা সেবা প্রদানে কর্তৃপক্ষ বদ্ধ পরিকর।
শিল্প-কারখানায় - প্রধানতঃ তিনটি বিশেষ অবস্থায় দূর্ঘটনা ঘটে থাকেঃ-
- কর্মস্থলে (কলকব্জার জটিলতার জন্য)
- কর্মপ্রক্রিয়ায় (প্রক্রিয়াজাত ত্রুটির জন্য)
- কর্মীর মাধ্যমে (অসাবধানতার জন্য)
পদ্ধতিঃ
কারখানায় কর্মঘন্টা চলাকালীন সময়ে অফিসের অভ্যন্তরে কোন শ্রমিক, কর্মচারী অথবা কর্মকর্তা দূর্ঘটনা, আঘাত বা ক্ষত হলে প্রাথমিক ভাবে প্রাথমিক চিকিৎসক সেবা প্রদান করেন। যদি প্রাথমিক ভাবে প্রাথমিক চিকিৎসক যদি রোগীর দূর্ঘটনা, আঘাত বা ক্ষত অবস্থা উন্নতি করতে না পারেন তাহা হইলে অতি দ্রুত ফ্যাক্টরীর কেন্দ্রিয় মেডিকেল সেন্টারে কর্তব্যরত নার্স ও মেডিকেল অফিসারের স্বরনাপন্ন হবেন। যদি তাহার দূর্ঘটনা, আঘাত বা ক্ষত অবস্থার উন্নতি না হয় সে ক্ষেত্রে তাহাকে এম্ব্যুলেন্স করে কোম্পানীর সাথে চুক্তিবদ্ধ স্বাস্থ্য সেবা ক্লিনিক নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে তাৎক্ষনিক ভাবে হস্তান্তর করার যাবতীয় ব্যবস্থা কোম্পানীর সার্বিক ব্যবস্থাপনায় গ্রহন করা হবে।
কারখানায় কর্মঘন্টা চলাকালীন সময়ে অফিসের অভ্যন্তরে কোন শ্রমিক, কর্মচারী অথবা কর্মকর্তা দূর্ঘটনা, আঘাত বা ক্ষত হলে প্রাথমিক ভাবে প্রাথমিক চিকিৎসক সেবা প্রদান করেন। যদি প্রাথমিক ভাবে প্রাথমিক চিকিৎসক যদি রোগীর দূর্ঘটনা, আঘাত বা ক্ষত অবস্থা উন্নতি করতে না পারেন তাহা হইলে অতি দ্রুত ফ্যাক্টরীর কেন্দ্রিয় মেডিকেল সেন্টারে কর্তব্যরত নার্স ও মেডিকেল অফিসারের স্বরনাপন্ন হবেন। যদি তাহার দূর্ঘটনা, আঘাত বা ক্ষত অবস্থার উন্নতি না হয় সে ক্ষেত্রে তাহাকে এম্ব্যুলেন্স করে কোম্পানীর সাথে চুক্তিবদ্ধ স্বাস্থ্য সেবা ক্লিনিক নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে তাৎক্ষনিক ভাবে হস্তান্তর করার যাবতীয় ব্যবস্থা কোম্পানীর সার্বিক ব্যবস্থাপনায় গ্রহন করা হবে।
বিশ্লেষণঃ
শরীফ গ্রুপ শ্রমিক, কর্মচারী অথবা কর্মকর্তা দূর্ঘটনা, আঘাত বা ক্ষত এর বিশ্লেষণ করে থাকে। কি ভাবে, কখন, কি কারনে এই দূর্ঘটনা ঘটে তার সার্বিক বিচার বিশ্লেষণ করে থাকে।
শরীফ গ্রুপ শ্রমিক, কর্মচারী অথবা কর্মকর্তা দূর্ঘটনা, আঘাত বা ক্ষত এর বিশ্লেষণ করে থাকে। কি ভাবে, কখন, কি কারনে এই দূর্ঘটনা ঘটে তার সার্বিক বিচার বিশ্লেষণ করে থাকে।
রিপোর্ট জমাঃ
যদি কোন রকমের বড় দূর্ঘটনা ঘটে তাহলে নথিভুক্ত করে কলকারখানা অধিদপ্তরে রিপোর্ট প্রদান করা হয়।
যদি কোন রকমের বড় দূর্ঘটনা ঘটে তাহলে নথিভুক্ত করে কলকারখানা অধিদপ্তরে রিপোর্ট প্রদান করা হয়।
প্রশিক্ষনঃ
কারখানার এই জরুরী চিকিৎসা নীতিমালা সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের অবহিত করার দায়িত্বে মেডিকেল অফিসার, নার্স, কল্যান কর্মকর্তা, এডমিন, এইচ আর এন্ড কমপ্লায়েন্স টিম কাজ করবে ও কর্মস্থলে দূর্ঘটনা এড়াতে প্রশিক্ষন প্রদান করবেন।
কর্মস্থলে দূর্ঘটনা এড়াতে হলে-
কারখানার এই জরুরী চিকিৎসা নীতিমালা সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের অবহিত করার দায়িত্বে মেডিকেল অফিসার, নার্স, কল্যান কর্মকর্তা, এডমিন, এইচ আর এন্ড কমপ্লায়েন্স টিম কাজ করবে ও কর্মস্থলে দূর্ঘটনা এড়াতে প্রশিক্ষন প্রদান করবেন।
কর্মস্থলে দূর্ঘটনা এড়াতে হলে-
- ঝুকিপূর্ণ কাজে মাথায় হেলমেট পরে কাজ করুন।
- চোখে চশমা পরে কাজ করুন।
- হাতে গ্লোভস পরে কাজ করুন।
- মুখে মাক্স ব্যবহার করুন।
- পায়ে বুট জুতা পরে কাজ করুন।
- কর্মস্থলে নিরাপদে কাজ করুন।
- অসুস্থ্য শরীরে কাজ করা বিপদ জনক।
- অসুস্থ্য বোধ করলে কোম্পানীতে অবস্থিত চিকিৎসকের পরামর্শ নিন।
- কাজের সময় তন্দ্রা ঘটাতে পারে এমন ঔষধ সেবন করবেন না।
- মাদক দ্রব্য সেবন করা থেকে বিরত থাকুন।
- সুস্থ্য শ্রমিক অধিক উৎপাদনের পূর্বশর্ত।
- সর্ব প্রকার সাবধানতা অবলম্বন করে মেশিন চালানো উচিত।
- কর্মস্থলে প্রয়োজনীয় ঢিলা পোশাক পরিহার করে এপ্রোন পরা বাঞ্চনীয় অথবা ওড়না ভালোভাবে পেঁচিয়ে কাজ করুন এবং কর্মস্থলে শাড়ি পরা পরিহার করুন।
- কাজের সময় অন্য চিন্তা পরিহার করুন।
- মূহুর্তের অসাবধানতা বিপদের কারন হতে পারে।
- কাজ শেষে হাত মুখ পরিস্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ফেলুন।
- বৈদ্যুতিক তারের ইনসুলেটর নষ্ট হয়ে গেলে শর্ট সার্কিট হয়ে র্দূঘটনা ঘটতে পারে।
- কাজ শুরুর পূর্বে আপনার মেশিন ভালোভাবে এবং নিয়মিত পরীক্ষা করুন। ক্রটি পূর্ণ তার বা মেশিনের কোন ক্রটি ধরা পড়লে অথবা কারখানার কোথাও কোন ক্রটি পূর্ণ তার বা কোন মেশিন আপনার চোখে ধরা পড়লে সাথে সাথে ইলেকট্রিশিয়ানকে জানান একই সঙ্গে কারখানা কতৃপক্ষকেও অবহিত করুন।
- মনে রাখবেন ঝুকিপূর্ন মেশিন এবং ক্রটি পূর্ণ বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট গার্মেন্টস্ ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের অন্যতম কারন।
- কাজ শুরুর পূর্বে মেশিনারি নিরাপত্তা গার্ড (যেমন – নিডেল গার্ড, পুলি কভার, নীচের মটর পুলি কভার, আই গার্ড ইত্যাদি) ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখুন।
- ব্যক্তিগত সুরক্ষা পদ্ধতি (যেমন - রাবার গ্লোভস, মেটাল গ্লোভস, মাস্ক, চশমা, ইয়ার প্লাগ, এপ্রোন ইত্যাদি) পরিধান করে কাজ করুন।
- অসাবধানতা, অন্যমনস্কতা ও নিরাপত্তমূলক ব্যবস্থা গ্রহণ না করে কাজ করা দূর্ঘটনার প্রধান কারণ।
- কোম্পানী কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নিয়মিত অগ্নি মহড়ায় এবং প্রশিক্ষনে অংশ নিন।
এই নিরাপত্তা বিধান সম্পূর্ণ ভাবে না মেনে চললে আপনার এবং উৎপাদক মালিক উভয়েরই মারাত্বক ক্ষতি হতে পারে যা সমাজ এবং দেশের জন্যও ক্ষতি বটে।
নীতিমালা সম্পর্কে অবহিত করনঃ
কারখানায় কর্মরত সকলের উদ্দেশ্যে অবহিত করনের জন্য কারখানার নোটিশ বোর্ডে এই নীতিমালা টানানো আছে। এছাড়াও বিভিন্ন প্রকার মোটিভেশনাল ট্রেনিং, মিটিং ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে অবহিত করা হয়।
কারখানায় কর্মরত সকলের উদ্দেশ্যে অবহিত করনের জন্য কারখানার নোটিশ বোর্ডে এই নীতিমালা টানানো আছে। এছাড়াও বিভিন্ন প্রকার মোটিভেশনাল ট্রেনিং, মিটিং ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে অবহিত করা হয়।
পরিশিষ্ঠঃ
কারখানায় সমস্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের সু-স্বাস্থ্য নিশ্চিত করা এবং সার্বিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।
কারখানায় সমস্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের সু-স্বাস্থ্য নিশ্চিত করা এবং সার্বিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।
No comments