শৃঙ্খলামূলক ব্যবস্থা নীতিমালা এবং পদ্ধতি (Disciplinary Action Policy and Procedure)
(Disciplinary Action Policy and Procedure)
উদ্দেশ্যঃ
শরীফ গ্রুপ সর্বদা বাংলাদেশ শ্রম আইনকে শ্রদ্ধা করে। কারন আমাদের কারখানার সমস্ত কার্যক্রম বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুসারে পরিচালিত হয়। শ্রম আইন অনুযায়ী কারখানা পরিচালিত করে সকলের জন্য সুষম কাজের পরিবেশ নিশ্চিত কল্পে শরীফ গ্রুপ বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬, অনুযায়ী শরীফ গ্রুপ শৃংখলা মূলক ব্যবস্থা নীতিমালা এবং প্দ্ধতি প্রনয়ণ করেছেন। যার ভিত্তিতে শরীফ গ্রুপ শৃংখলা মূলক ব্যবস্থা নীতিমালা এবং পদ্ধতি অনুসারে শৃংখলা মূলক ব্যবস্থা পরিচালনা করে থাকেন। তাই কোন অবস্থাতে যেন কারও মৌলিক অধিকার ক্ষুন্ন না হয়, কেউ যেন কারও সহিত খারাপ আচরণ বা অসদাচরণ করতে না পারে সেই লক্ষ্যকে বাস্তবায়ন করা শরীফ গ্রুপ কর্তৃপক্ষের একটি প্রতিশ্রুতি।
উদ্দেশ্যঃ
শরীফ গ্রুপের প্রত্যেক কারখানার সুন্দর মনোরম কর্ম পরিবেশ রক্ষা, একতা, সহনশীলতা, বিশ্বস্থতা, ন্যায় পরায়ণতা, উৎপাদনশীল মানসিকতা এবং নিয়ম শৃংখলা বজায় রাখার উদ্দেশ্যে শৃংখলা মূলক ব্যবস্থা নীতিমালা এবং প্রদ্ধতি প্রনয়ণ করেছেন। কারখানায় কর্মরত সকল শ্রমিক-কর্মচারীদের মাঝে অসন্তুষ্টি, ভুল বোঝাবুঝি বা পারষ্পরিক দ্বন্ধের অবসান ঘটিয়ে সুষ্ঠু কর্মপরিবেশ আনয়ণ করা। কারখানায় সার্বক্ষনিক একটি আনন্দঘন কর্মমূখর পরিবেশ বজায় রাখা, যা উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য সহায়ক ভ‚মিকা পালন করতে পারে, তা নিশ্চিত করা। একটি কার্যকর ও প্রয়োগিক শাস্তিমূলক ব্যবস্থা নীতিমালা এবং পদ্ধতি কর্তৃপক্ষ ও শ্রমিক কর্মচারীদের মাঝে শৃংখলা মূলক কর্ম পরিবেশ বজায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নীতিমালাঃ
শরীফ গ্রুপ কর্তৃপক্ষ যে কোন ধরনের অসদাচরণের দায়ে অভিযোগ গুরুত্ব সহকারে পর্যবেক্ষণের মাধ্যমে সমাধান করতে বদ্ধ পরিকর এবং বাংলাদেশ শ্রম আইন ২০০৬, অনুযায়ী শৃংখলা মূলক ব্যবস্থা পরিচালিত করে থাকেন। শৃংখলা মূলক ব্যবস্থা নীতিমালা এবং পদ্ধতি নিম্নলিখিত বিষয়গুলি অনুসরণের মাধ্যমে পরিচালিত হয়।
শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের পদ্ধতিঃ
No comments