৫.সম্মতি পত্র


৫.সম্মতি পত্র

তারিখ : ১৭.০৪.২০১৮

বরাবর,                                                                                
মোহাম্মদ ওমর ফারুক
ম্যানেজার (এইচ আর এন্ড কমপ্লায়েন্স)
শরীফ গ্রুপ।

বিষয়ঃ সম্মতি পত্র ।

জনাব, 
আপনার গত ১৬.০৪.২০১৮ ইং তারিখের পত্রের প্রেক্ষিতে জানাইতেছি যে, আমাদের কারখানার শ্রমিক মোঃ নাজমুল,পদবী - সাধারন অপারেটর , কার্ড নং - ৭৫৮০ , সেকশন - নিটিং  এর বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটিতে আমি তাহার পক্ষে প্রতিনিধি হিসাবে অন্তভুর্ক্ত হইতে আগ্রহী এবং আমি সেই মোতাবেক তদন্তের জন্য নির্ধারিত তারিখ ও সময়ে তদন্তে উপস্থিত থাকিব ।

নিবেদক


মোঃ নাজির হোসেন
সহঃ সভাপতি
অংশগ্রহনকারী কমিটি ও সেইফটি কমিটি (শরীফ গ্রুপ)

No comments

Powered by Blogger.