৭. তদন্ত প্রতিবেদন
৭. তদন্ত প্রতিবেদন
শরীফ গ্রুপ লিমিটেড এর জনাব নাজমুল, পদবী - সাধারন অপারেটর, আইডি নং- ৭৫৮০ এর বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদন।
(১) ভূমিকাঃ
গত ০৮.০৩.২০১৮ ইং তারিখে সাধারন অপারেটর, জনাব নাজমুল বিরুদ্ধে কর্তৃপক্ষ যে অভিযোগ পত্র দেন সে ব্যাপারে তদন্ত করার জন্য আমাদের দুইজনকে নিয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন গত ১১/০৪/২০১৮ ইং তারিখে।
(২) আনীত অভিযোগ / অভিযোগগুলোর সংক্ষিপ্ত বিবরনঃ
জনাব নাজমুল এর বিরূদ্ধে আনীত অভিযোগটি ছিল নিম্নরূপ-
গত ০৮.০৩.২০১৮ ইং তারিখে সকাল আনুমানিক ০৮.২০ ঘটিকার সময় নিটিং ৪র্থ তলার ফ্লোরে ৯ নং ব্লক এ কাজ না করে দাড়িয়ে থাকলে জনাব নাজমুল এর সুপারভাইজার জনাব ইউসুফ আলী কাজ না করে দাঁড়িয়ে থাকার কারন জানতে চাইলে নাজমুল বলেন “অনেকগুলো নিডেল ও কিছু যন্ত্রাংশ খুঁজে পাচ্ছি না তাই কাজ করতে পারছি না। তখন নাজমুল এর সুপারভাইজার জনাব ইউসুফ আলী হারিয়ে যাওয়া নিডেল ও যন্ত্রাংশ এর বিষয়ে নাজমুল এর কাছে জানতে চাইলে নাজমুল বলেন “তিনি কিছুই জানেন না” । উপরন্তু বলেন, আমি কি এগুলো চুরি করেছি? মেশিনের নিডেল এবং পার্টস না থাকার কারন হিসাবে মো: ইউসুফ আলীর ধারনা মোঃ নাজমুল এগুলো চুরি করেছে ।
(৩) তদন্তের সংক্ষিপ্ত বিবরণঃ
(ক) অভিযোগকারী কর্মচারীর জবাব এবং কর্তৃপক্ষের তদন্তের সিদ্ধান্তঃ
গত ২২/০৪/২০১৮ ইং তারিখে বিকাল ০৩:০০ ঘটিকার সময় আমরা কারখানার নীচ তলায় ইন্সপেকশন কক্ষে তদন্তটি পরিচালনা করি এবং অভিযুক্ত জনাব নাজমুল এ তদন্তে অংশগ্রহন করেন নাই। তাই বিষয়টি ন্যায় বিচারের স্বার্থে ১ ঘন্টার মূলতবি দিয়ে পুনরায় বিকাল ৪ ঘটিকায় তদন্ত কার্যক্রম শুরু হয়। তদন্তে জনাব নাজমুল অনুপস্থিত থাকায় তদন্তটি একতরফাভাবে পরিচালনা করা হয় এবং অভিযোগকারীর বক্তব্য সহ একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করি ।
(খ) সাক্ষীদের বন্তব্যঃ
এই সমস্ত সাক্ষীদের বক্তব্য থেকে আমরা মনে করি যে, জনাব নাজমুল দোষী এবং এ সিদ্ধান্তের পিছনে আমাদের কারণগুলো ছিল নিম্নরূপ-
- অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের প্রথম সাক্ষী বা অভিযোগকারী ছিলেন ৪র্থ তলার নিটিং ৯নং বøক এর সুপারভাইজার জনাব মোঃ ইউসুফ আলী। তিনি ঐ দিনের ঘটনার অর্থাৎ অনেকগুলো নিডেল ও কিছু যন্ত্রাংশ না থাকার বিষয়টি বিস্তারিত বর্ণনা দেন এবং অনেকগুলো নিডেল ও কিছু যন্ত্রাংশ না থাকার জন্য জনাব নাজমুল কে দোষী স্বাব্যস্থ করেন ।
- অভিযোগের বিষয়ে অভিযোগকারীর দ্বিতীয় সাক্ষী ছিলেন ৪র্থ তলার সহঃ উৎপাদন ব্যবস্থাপক মোঃ আবুল কাশেম। তিনি আমাদের জানান যে, তিনি ৪র্থ তলায় কর্মরত ছিলেন। ৯ নং বøক এর সুপারভাইজার মোঃ ইউসুফ আলী কথার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে যান এবং দেখতে পান অনেকগুলো নিডেল ও কিছু যন্ত্রাংশ নাই, যেহেতু উক্ত ঘটনাটি সে তার সুপারভাইজার বা উর্ধ্বতন কতৃপক্ষকে জানায়নি এবং তার মেশিন এ অন্য কেউ হাত দেয়নি তাই অনেকগুলো নিডেল ও কিছু যন্ত্রাংশ না থাকার জন্য সেই দায়ী। জনাব আবুল কাসেম ধারনা করেন গত কাল (ঘটনার দিন) রাতে কাজ শেষ কওে যাবার সময় সে এগুলো চুরি কওে নিয়ে গেছে।
(৪) সিদ্ধান্তঃ
অভিযোগকারী ও সাক্ষীর দেওয়া বক্তব্য বিবেচনা করে আমরা এ মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে অভিযুক্ত অপারেটর, জনাব নাজমুল এর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য এবং তিনি দোষী । এ তদন্ত সংক্রান্ত যাবতীয় কাগজপত্র আমরা এ প্রতিবেদনের সাথে কর্তৃপক্ষের কাছে পাঠালাম।
সদস্য, তদন্ত কমিটি ( মালিক পক্ষ) সদস্য, তদন্ত কমিটি ( শ্রমিক পক্ষ)
No comments