১. কারণ দর্শােনোর নোটিশ (Show Cause Letter)


১. কারণ দর্শােনোর নোটিশ

রেজিষ্টার ডাকযোগে / হাতেহাতে

তারিখঃ ০৮.০৩.২০১৮ ইং

নাম             - মোঃ নাজমুল
পদবী     - সাধারন অপারেটর
কার্ড নং     - ৭৫৮০
সেকশন     - নিটিং

স্থায়ী ঠিকানা                                                                                 বর্তমান ঠিকানা
প্রযত্নে                                                                                             প্রযত্নে
পিতার নাম - মোঃ সামসুল আলম                                           গ্রাম         ঃ চড়কুড়া
গ্রাম              -  চড়কুড়া                                                                ডাকঘর   ঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়
ডাকঘর        -  জামতৈল                                                            উপজেলা ঃ সদর
উপজেলা     -  কামারখন্দ                                                         জেলা         ঃ গাজীপুর।
জেলা           -  সিরাজগঞ্জ।

বিষয়ঃ কারন দর্শানোর নোটিশ ও তদন্তকালীন অপসারন ।

জনাব,
অদ্য ০৮.০৩.২০১৮ ইং তারিখে আপনার বিরুদ্ধে এই মর্মে অভিযোগ পাওয়া গিয়াছে যে, আনুমানিক সকাল ৮.২০ মিনিটের সময় আপনি আপনার মেশিন এ কাজ না করে দাড়িয়ে থাকলে আপনার সুপারভাইজার জনাব ইউসুফ আলী আপনাকে জিজ্ঞেস করে “তুমি কাজ না করে দাড়িয়ে আছো কেন ? সুপারভাইজার এর কথার জবাব প্রসঙ্গে আপনি বলেন আমার মেশিনে অনেকগুলো নিডেল ও কিছু যন্ত্রাংশ খুজে পাচ্ছি না তাই কাজ করতে পারছিনা ।
আপনার গত কালের উৎপাদন রিপোর্ট ও সুপারভাইজার এর অভিযোগ থেকে জানা যায় যে , গতকাল শেষ সময় পযর্ন্ত আপনার উৎপাদন অব্যাহত ছিল ।
তথাপি সুপারভাইজার আপনাকে হারিয়ে যাওয়া নিডেল ও যন্ত্রাংশ এর বিষয়ে আপনার কাছে জানতে চাইলে আপনি বলেন যে “ আপনি জানেন না ”উপরন্তু বলেন “আমি কি এগুলো চুরি করেছি ? 

আপনার এ ধরনের কর্মকান্ড ২০০৬ সালের বাংলাদেশ শ্রমআইন (সংশোধিত শ্রমআইন ২০১৩) এর ২৩(৪) ধারা অনুসারে অসদাচারনের আওতায় পড়ে।

সুতরাং আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে না , তার জবাব লিখিত আকারে অত্র চিঠি প্রাপ্তির ৮ (আট) দিনের মধ্যে নিম্ন স্বাক্ষর কারীর নিকট পেশ করবেন।
অন্যথায়, কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

আপনার বিরুদ্ধে যেহেতু গুরুতর অভিযোগ আনা হয়েছে সেহেতু আপনাকে অবিলম্বে চাকুরী থেকে তদন্তকালীন অপসারন করা হল।


ধন্যবাদান্তে,


-------------------------------
মোহাম্মদ ওমর ফারুক
ম্যানেজার (এইচ আর এন্ড কমপ্লায়েন্স)
শরীফ গ্রুপ

No comments

Powered by Blogger.