২ . তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি নিয়োগ


২ . তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি নিয়োগ

রেজিষ্টার ডাকযোগে / হাতেহাতে


স্বারক নংঃ এইচ আর  এইচ এফ এল/০০২/৭৫৮০/২৯/১৮
তারিখ       ঃ ২৯.০৩.২০১৮ ইং


নাম             - মোঃ নাজমুল
পদবী      - সাধারন অপারেটর
কার্ড নং      ৭৫৮০
সেকশন     - নিটিং

স্থায়ী ঠিকানা                                                                                 বর্তমান ঠিকানা
প্রযত্নে                                                                                             প্রযত্নে
পিতার নাম - মোঃ সামসুল আলম                                           গ্রাম         ঃ চড়কুড়া
গ্রাম              -  চড়কুড়া                                                                ডাকঘর   ঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়
ডাকঘর        -  জামতৈল                                                            উপজেলা ঃ সদর
উপজেলা     -  কামারখন্দ                                                         জেলা         ঃ গাজীপুর।
জেলা           -  সিরাজগঞ্জ।

বিষয়ঃ  তদন্ত কমিটিতে প্রতিনিধি মনোনয়ন প্রসঙ্গে।

জনাব নাজমুল, 
গত  ০৮.০৩.২০১৮ ইং তারিখে আপনাকে একটি “কারন দর্শানোর নোটিশ ও তদন্তকালীন অপসারন” পত্র ( হাতে হাতে) দেওয়া হয় এবং আপনি গত ১২.০৩.২০১৮ ইং তারিখে সে পত্রের লিখিত জবাব ( হাতে হাতে) প্রদান করেন । কিন্তু কর্তৃপক্ষ উক্ত জবাবে সন্তুষ্ট হতে পারেন নাই। তবুও কর্তৃপক্ষ ন্যায় বিচারের স্বার্থে এ ব্যাপারে ০২ ( দুই) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করেছেন। 

এই তদন্তে আপনাকে আপনার পক্ষের ০১ জন  প্রতিনিধির নাম নিম্ন স্বাক্ষরকারীর নিকট আগামী ১০.০৪.২০১৮ ইং তারিখের  মধ্যে জমা দেওয়ার জন্য বলা হল। উল্লেখ্য যে, উক্ত ব্যক্তিকে  অবশ্যই কারখানায় কর্মরত হতে হবে এবং তিনি কোন অবস্থাতেই আপনার পদের চেয়ে নি¤œপদের কোন ব্যক্তি হবেন না। 

শরীফ গ্রুপ এর পক্ষে


-------------------------------
মোহাম্মদ ওমর ফারুক
ম্যানেজার (এইচ আর এন্ড কমপ্লায়েন্স)

অনুলিপিঃ
০১. বিভাগীয় প্রধান
০২. নোটিশ বোর্ড
০৩. ব্যক্তিগত নথি

No comments

Powered by Blogger.