৩ . তদন্তর নোটিশ (Inquiry Notice)


 . তদন্তর নোটিশ

রেজিষ্টার ডাকযোগে / হাতেহাতে


তারিখ       ঃ ১১.০৪.২০১৮ ইং

নাম             - মোঃ নাজমুল
পদবী      - সাধারন অপারেটর
কার্ড নং      ৭৫৮০
সেকশন     - নিটিং

স্থায়ী ঠিকানা                                                                                 বর্তমান ঠিকানা
প্রযত্নে                                                                                             প্রযত্নে
পিতার নাম - মোঃ সামসুল আলম                                           গ্রাম         ঃ চড়কুড়া
গ্রাম              -  চড়কুড়া                                                                ডাকঘর   ঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়
ডাকঘর        -  জামতৈল                                                            উপজেলা ঃ সদর
উপজেলা     -  কামারখন্দ                                                         জেলা         ঃ গাজীপুর।
জেলা           -  সিরাজগঞ্জ।

বিষয়ঃ তদন্তের নোটিশ ।

জনাব,
গত ০৮.০৩.২০১৮ ইং তারিখে আপনাকে কারন দর্শানোর নোটিশসহ তদন্তকালীন অপসারন এর চিঠি দেওয়া হয় এবং আপনি গত ১২.০৩.২০১৮ইং তারিখে সে পত্রের লিখিত জবাব দেন। কিন্তু কর্তৃপক্ষ উক্ত জবাবে সন্তুষ্ট হতে পারেন নাই। তবু কর্তৃপক্ষ ন্যায় বিচারের স্বার্থে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন এবং উক্ত তদন্ত কমিটিতে আপনার পক্ষের প্রতিনিধি মনোনয়নের জন্য গত ২৯.০৩.২০১৮ ইং তারিখে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানায় রেজিষ্টার ডাকযোগে চিঠি পাঠানো হয় কিন্তু আপনি প্রতিনিধি মনোনয়ন করে উক্ত চিঠির কোন জবাব প্রদান করেন নাই। তথাপি কর্তৃপক্ষ ন্যায় বিচারের স্বার্থে নিজ বিবেচনায় শ্রমিক প্রতিনিধি মনোনয়ন দিয়ে তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন । 

উক্ত তদন্তে মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে অত্র কারখানার নিম্নোক্ত ব্যক্তি  উপস্থিত থাকবেন :                                  ০১)     মো: মনিরুল ইসলাম ( সিনি: অফিসার-এইচ.আর এন্ড কমপ্লায়েন্স)

আপনাকে আগামী ২২.০৪.২০১৮ ইং তারিখে বিকাল ৩.০০ ঘটিকায় কারখানা ভবনের নীচ তলায় ইন্সপেকশন রুমে তদন্ত কমিটির সন্মুখে হাজির হইয়া আপনার বিরুদ্ধে আনিত অসদাচরনের অভিযোগের প্রেক্ষিতে আত্মপক্ষ সর্মথন করার নিমিত্তে উপস্থিত হওয়ার জন্য বলা হইল। তদন্তে আপনি আপনার পক্ষে সাক্ষী প্রমানাদি(যদি থাকে) তৎসহ উপস্থিত হইবেন। তদন্তে আপনাকে আত্মপক্ষ সমর্থনের সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হইবে। আপনি উপরে বর্নিত তদন্তের জন্য নির্ধারিত তারিখ ও সময় এ তদন্ত কমিটির সন্মুখে উপস্থিত হইতে ব্যর্থ হইলে তদন্ত কমিটি এক-তরফাভাবে তদন্ত কার্যক্রম সম্পন্ন করিবেন। 

ধন্যবাদান্তে,


-------------------------------
মোহাম্মদ ওমর ফারুক 
ম্যানেজার (এইচ আর এন্ড কমপ্লায়েন্স)
শরীফ গ্রুপ

অনুলিপি:
১) বিভাগীয় প্রধান
২) নোটিশ বোর্ড
৩) ব্যক্তিগত নথি

No comments

Powered by Blogger.