ভাঙ্গা কাঁচ এবং প্লাস্টিক বস্তু নিয়ন্ত্রণ পদ্ধতি (Broken Glass Disposal Procedure)
ভাঙ্গা কাঁচ এবং প্লাস্টিক বস্তু নিয়ন্ত্রণ পদ্ধতি
(Broken Glass Disposal Procedure)
শরীফ গ্রুপ এর সকল কর্মীদের নিরাপত্তা, উৎপাদিত পন্যের নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্য রক্ষাকল্পে ভাঙ্গা কাঁচ, লাইট এবং প্লাস্টিক বস্তু নিয়ন্ত্রন, সংরক্ষন ও যথাযথভাবে ব্যবস্থাপিত করায় অঙ্গীকারবদ্ধ। কারখানায় নিস্কাশিত ভাঙ্গা গ্লাস, লাইট এবং প্লাস্টিক বস্তু থেকে পরিবেশ ও কর্মী, এক কথায় সার্বিক সমাজ রক্ষার্থে কিছু সুসংঘবদ্ধ কার্য পদ্ধতি তৈরী করেছে। উক্ত বর্জ্য নিষ্কাষনের জন্য নির্দিষ্ট নীতিমালা নিন্মে উল্লেখ করা হলো -
- শরীফ গ্রুপ - এ স্থাপিত কোন কাঁচ, লাইট, বা প্লাস্টিক পন্য বা সামগ্রী ভেঙ্গে গেলে তাৎক্ষনিক সেকশনে দায়িত্ব প্রাপ্ত সুপারভাইজার অথবা সেকশন ইনচার্জ বাক্সে করে বর্জ্য নিরাপদ স্থানে রাখবে । এবং পরবর্তীতে স্টোর সেকশনে পাঠিয়ে দিবে।
- উক্ত বর্জ্য স্টোর নিরাপদ জায়গায় সংরক্ষন করবে।
- কারখানার অন্যান্য বর্জ্যরে সাথে কোন অবস্থাতেই উক্ত বর্জ্য মিশ্রিত করা যাবে না।
- রিসাইকেলার এর মাধ্যমে স্টোর সেকশন এই সব বর্জ্য নিরাপদে অপসারন করবে।
- ভাঙ্গা কাঁচ বা লাইটের টুকরো যদি কোন গার্মেন্টস এর উপরে পড়ে তাহলে উক্ত গার্মেন্টস পোঁড়ানোর মাধ্যমে অপসারন করা হবে।
সর্বোপরী শরীফ গ্রুপ এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উৎপাদিত পন্যের গুনগত মান রক্ষার্থে বদ্ধ পরিকর।
===0===0===0===0===
No comments