ভাঙ্গা সুঁচ নীতিমালা (Broken Needle Policy)
ভাঙ্গা সুঁচ নীতিমালা
(Broken Needle Policy)
“শরীফ গ্রুপ” ভাঙ্গা ও ব্যবহৃত নিডেল নীতিমালা অত্যন্ত গুরুত্বের সাথে অনুসরণ করে। পোশাক সেলাই করার সময় যদি কোন মেশিনের নিডেল ভেঙ্গে যায় সেক্ষেত্রে নিম্ন লিখিত নীতিমালা অনুসরন করা বাধ্যতামূলকঃ
ক) নিডেল ভেঙ্গে গেলে উক্ত মেশিনের কাজ বন্ধ করতে হবে এবং সুপারভাইজারকে জানাতে হবে।
খ) নিডেল এর প্রত্যেকটি ভাঙ্গা অংশ খুজে বের করে নিডেল সরবরাহকারীর নিকট অবশ্যই জমা করবে।
গ) নিডেল সরবরাহকারী তার নিকট রক্ষিত সব ধরনের নিডেলের নমুনার সাথে মিলিয়ে নিশ্চিত হবে যে, ভাঙ্গা নিডেলের সব অংশ, মাপ এবং ধরণ সঠিক আছে।
ঘ) নিডেল সরবরাহকারী সম্পূর্ণ নিডেল এর ভাঙ্গা অংশ গ্রহণের পর সংশ্লিষ্ট অপারেটরের নাম এবং কার্ড নং রেজিষ্টারে লিপিবদ্ধ করে নতুন একটি নিডেল প্রদান করবে।
অপারেটর ভাঙ্গা নিডেলের সব অংশ খুজে পাওয়া না গেলে সেক্ষেত্রে নিম্নলিখিত নীতিমালা অনুসরন করতে হবেঃ
ক) নিডেল ভাঙ্গার সাথে সাথে উক্ত অপারেটেরের তৈরীকৃত পোষাকের অংশ অন্য প্রসেস-এ সেলাই এর উদ্দেশ্যে প্রদান বন্ধ রাখা।
খ) যে তৈরী পোশাকের অংশ সেলাই করার সময় নিডেল ভাঙ্গে ঐ পোশাকের বা তার অংশ সাথে সাথে মার্ক করে রাখা।
গ) যে মেশিনের নিডেল ভেঙ্গেছে তার আশপাশের এলাকা রোলিং চুম্বক/হ্যান্ড মেটাল ডিটেক্টর দ্বারা পরীক্ষা করা।
ঘ) তৈরী পোশাকের সংশিংষ্ট অংশ প্রথমে পরীক্ষা করে ভাঙ্গা নিডেল পাওয়া না গেলে সুপারভাইজার কর্তৃক উক্ত তৈরী পোশাকের সম্পূর্ণ বান্ডিল বা উক্ত পোশাকের অংশ নিডেল ডিটেক্টর মেশিনে পরীক্ষার জন্য প্রেরণ করা।
ঘ) তৈরী পোশাকের সংশিংষ্ট অংশ প্রথমে পরীক্ষা করে ভাঙ্গা নিডেল পাওয়া না গেলে সুপারভাইজার কর্তৃক উক্ত তৈরী পোশাকের সম্পূর্ণ বান্ডিল বা উক্ত পোশাকের অংশ নিডেল ডিটেক্টর মেশিনে পরীক্ষার জন্য প্রেরণ করা।
ঙ) সুঁই খুজে পাওয়া না গেলে যে পোশাকের উপর নিডেল ভেঙ্গেছে তা নির্দিষ্ট স্থানে সংরক্ষণ ও রেকর্ড রাখা।
No comments