শিশু শ্রমিক নিয়োগ নীতিমালা (Child Labor Policy)

শিশু শ্রমিক নিয়োগ নীতিমালা
(Child Labor Policy)

শরীফ গ্রুপ একটি ১০০% পোশাক রপ্তানীমূখী শিল্প প্রতিষ্ঠান। অত্র কারখানায় আমরা শিশু শ্রমিক নিয়োগে নিরুৎসাহিত। আমরা নি¤œলিখিত প্রক্রিয়া অনুসরন করি।

 ১। আমাদের প্রতিষ্ঠানে ১৪ (চৌদ্দ) বছরের কম বয়সের কোন শ্রমিক নিয়োগ করা হয় না।

 ২। যাদের শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি এর নিচে তাদের নিয়োগের সময় কারখানায় কর্মরত মেডিকেল অফিসার দ্বারা বয়স নিরূপন করা হয়। আর যারা এস.এস.সি বা তদুর্ধ্ব পরীক্ষায় উত্তির্ণ তাদের ক্ষেত্রে এস.এস.সি সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী বয়স নির্ধারণ করা হয়। বয়স নির্ধারণে সম্ভাব্য প্রার্থীর জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্রকেও বিবেচনা করা হয়।

 ৩। মানব সম্পদ বিভাগ এবং নিরাপত্তা প্রহরী ১৪ (চৌদ্দ) বছরের কম বয়সী কোন শ্রমিককে কারখানা এলাকায় কোন ঠিকাদারী প্রতিষ্ঠান বা অন্য কারো অধীনে কাজ করতে দিবে না।


===0===0===0===0===0===

No comments

Powered by Blogger.