মেডিক্যাল চুক্তিনামা (Medical Agreements)
চুক্তিনামা
(Medical Agreements)
১ম পক্ষ - শরীফ গ্রুপ
ঠিকানা - ২১৬, রেড ক্রিসেন্ট রোড, গাজীপুরা, গাজীপুর-১৭১২।
২য় পক্ষ -ঃ মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতাল
ঠিকানা -ঃ মীরের বাজার, গাজীপুর।
অদ্য ২০/০৪/২০২১ইং তারিখ ১ম পক্ষ এবং ২য় পক্ষের উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক সম্মিলিত ভাবে আলাপ-আলোচনার মাধ্যমে একটি গ্রহনযোগ্য ও হ্রাসকৃত মূল্যে ২য় পক্ষ (মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতাল) ১ পক্ষের (শরীফ গ্রুপ) শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের ইচ্ছা ও আগ্রহ প্রকাশ করেছেন। তারই প্রেক্ষিতে নিম্নলিখিত শর্তাবলী সাপেক্ষে উভয় পক্ষ সম্মত হয়ে অত্র চুক্তি পত্র সম্পাদন করা হলো।
শর্তাবলী
১. সকল পরীক্ষা- নিরীক্ষার ক্ষেত্রে ২য় পক্ষ তাদের স্বাভাবিক মূল্যহারের উপর শতকরা ২৫% হারে মূল্য বিয়োজন করবেন (অন্য কোন হাসপাতাল বা ডায়াগনষ্টিক প্রতিষ্ঠান থেকে বিশেষ ধরনের সেবা গ্রহনের ক্ষেত্র ব্যতিত)। যদি এই ধরনের কোন বিশেষ সেবা অন্য কোন হাসপাতাল বা প্রতিষ্ঠান থেকে গ্রহনের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে ১ম পক্ষ উক্ত প্রতিষ্ঠানের দাবীকৃত যথাযথ মূল্য পরিশোধে বাধ্য থাকবেন।
২. ১ম পক্ষকে ২য় পক্ষ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড সমূহে সিট ভাড়ার স্বাভাবিক দৈনিক হারের উপর শতকরা ২৫% ডিসকাউন্ট সুবিধা প্রদান করবেন।
৩. ২য় পক্ষ প্রতিটি শীতাতপ নিয়ন্ত্রিত বিহীন (নন-এসি) কেবিনের জন্য ১ম পক্ষকে দৈনিক স্বাভাবিক হারের উপর শতকরা ৩০% ডিসকাউন্ট সুবিধা প্রদান করবেন।
৪. ২য় পক্ষ প্রতিটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কেবিনের জন্য ১ম পক্ষকে দৈনিক স্বাভাবিক হারের উপর শতকরা ৩০% ডিসকাউন্ট সুবিধা প্রদান করবেন।
৫. স্বাভাবিক পরামর্শের জন্য ১ম পক্ষকে রোগী প্রতি ২০/= টাকা হারে (পরিবর্তনযোগ্য) বর্হিবিভাগ (আউট-ডোর) ফি প্রদান করতে হবে। বিশেষজ্ঞ পরামর্শ ফি এর স্বাভাবিক হার ২০০/= থেকে ৩০০/= টাকা, কিন্তু ২য় পক্ষ চুক্তি মোতাবেক আগামী ০১ (এক) বছরের জন্য রোগী প্রতি ১০০/= টাকা হারে বিশেষজ্ঞ পরামর্শের সুবিধা পাবেন। তবে, যদি ২য় পক্ষকে নিজ এলাকার বাইরে থেকে কোন বিশেষজ্ঞ আনার প্রয়োজন পড়ে, সে ক্ষেত্রে ১ম পক্ষকে বহিরাগত বিশেষজ্ঞ চিকিৎসকের দাবী অনুযায়ী পূর্ণ পরামর্শ ফি প্রদান করতে হবে।
৬. শল্য চিকিৎসার (অপারেশন) ক্ষেত্রে ১ম পক্ষকে শুধুমাত্র ও.টি চার্জের উপর ২৫% হারে ছাড় দেওয়া হবে। অপারেশনের বাকী খরচ ২য় পক্ষের স্বাভাবিক হার অনুযায়ী প্রদেয় হবে।
৭. ২য় পক্ষ, ১ম পক্ষকে জরুরী প্রয়োজনে শতকরা ১৫% ডিসকাউন্ট সুবিধায় এ্যাম্বুলেন্স সরবরাহ করবে এবং এ্যাম্বুলেন্স সার্ভিসের (প্রাপ্যতা সাপেক্ষে) জন্য ২য় পক্ষের গতানুগতিক হার প্রযোজ্য হবে।
পাতা -২
৮. আরো শর্ত থাকে যে, যখনই ১ম পক্ষের কোন সদস্য ২য় পক্ষের নিকট চিকিৎসা সেবার জন্য শরনাপন্ন হবে ২য় পক্ষ সংশ্লিষ্ট রোগীকে চিকিৎসা সেবা প্রদানে দায়বদ্ধ থাকবেন। তবে, ১ম পক্ষকে তার রোগীর পূর্ণ দায়ভার গ্রহণ করতে হবে। একই সময়ে ২য় পক্ষ ১ম পক্ষের রোগীকে সনাক্ত করানোর জন্য তার প্রেসক্রিপশনে আই.ডি.কোড লিপিবদ্ধ করানোর বিষয়টি নিশ্চিত করবেন।
৯. ২য় পক্ষের চিকিৎসা সেবা বিল প্রদানের ১৫ দিনের মধ্যে ১ম পক্ষ বিল পরিশোধ করিবেন। তবে শর্ত থাকে যে, ২য় পক্ষ রোগীর বিল ৭দিনের মধ্যে অবশ্যই ১ম পক্ষকে পাঠাতে হইবে।
১০. ১ম পক্ষের মেডিকেল ওয়েস্টেজ/বর্জ্য ২য় পক্ষ প্রতি সপ্তাহ অন্তরঃ তাদের নির্দিষ্ট পরিবহনের (গাড়ীর) মাধ্যমে সংগ্রহ করে এবং যথাযথ উপায়ে ডিসপোজ করবে।
১১. পারস্পরিক সমযোতার ভিত্তিতে সম্পাদিত এই চুক্তিনামা স্বাক্ষরিত হবার তারিখ থেকে পরবর্তী ০২ (এক) বছরের জন্য বলবৎ থাকবে। দুই বছর পর যদি কোন পক্ষের তরফ থেকে অন্য কোনরূপ নোটিশ প্রদান করা না হয়, তাহলে এই চুক্তিনামা পরবতী ০২ (দুই) বছরের জন্য স্বয়ংক্রিয়ভাবে নবায়নকৃত হয়েছে মর্মে বিবেচিত হবে এবং সেক্ষেত্রে কোন পক্ষের আপত্তি গ্রহণযোগ্য করা হবে না। চুক্তিনামা বাতিল বা সংশোধন করতে হলে যে কোন পক্ষকেই অপর পক্ষকে অবশ্যই নবায়ণের তারিখের ০১ (এক) মাস পূর্বে অবহিত করতে হবে।
১২. চুক্তিনামা স্বাক্ষরের তারিখ : ২০/০৪/২০২১ইং।
উভয় পক্ষের স্বাক্ষর ও সীলঃ
১ম পক্ষ ২য় পক্ষ
---------------------- -------------------------------------------------
কর্তৃপক্ষ কর্তৃপক্ষ
শরীফ গ্রুপ মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতাল
স্বাক্ষীঃ
০১।
০২।
০৩।
No comments