পরিবহণ চুক্তিনামা (Transport Agreement)
পরিবহণ চুক্তিনামা
(Transport Agreement)
শরীফ গ্রুপ এর পক্ষে জনাব মোঃ ওমর শরীফ - মহাব্যবস্থাপক, ২১৬; মীরের বাজার, গাজীপুর।
========১ম পক্ষ (গ্রহণকারী) ।
মেসার্স মোড়লগঞ্জ ট্রান্সপোর্ট এজেন্সী (কন্টেইনার/ কভার্ডভ্যান সাপ্লাইয়ার প্রতিষ্ঠান), ২৯০ মসজিদ মার্কেট (২য় তলা), শনির আখড়া ট্রাক স্ট্যান্ড, ঢাকা-১২৫৬।
========২য় পক্ষ (সরবরাহকারী ) ।
প্রথম পক্ষ শরীফ গ্রুপ (১০০% রপ্তানীমুখী পোশাক তৈরী কারখানা )।
দ্বিতীয় পক্ষ মেসার্স মোড়লগঞ্জ ট্রান্সপোর্ট এজেন্সী আমদানী ও রপ্তানীযোগ্য মালামাল চট্রগ্রাম সমুদ্র বন্দর, বেনাপোল স্থল বন্দর, চট্রগ্রাম বিমান বন্দর এবং ঢাকা বিমান বন্দরসহ সমগ্র বাংলাদেশে আনা-নেয়ার পরিবহন করার নিমিত্তে নিম্ন লিখিত শর্ত স্বাপেক্ষে চুক্তিবদ্ধ গ্রাহক হিসাবে পরিচিত হইবে ।
প্রথম পক্ষের নিরাপত্তামূলক প্রস্তাবের ভিত্তিতে দ্বিতীয় পক্ষের সম্মতিতে উভয় পক্ষেগণের মধ্যে স্বাক্ষীগণের মোকাবেলায় নিম্ন বর্ণিত শর্ত মোতাবেক চুক্তিনামা সম্পাদিত হইল ।
শর্তবলী
১.পরিবহন প্রতিষ্ঠানে নিরাপত্তামুলক সকল প্রকার নিয়ম কানুন মানিয়া প্রথম পক্ষের আমদানী ও রপ্তানী যোগ্য মালামাল পরিবহন করবে ।
২. প্রথম পক্ষের আমদানী ও রপ্তানীযোগ্য মালামাল আনা-নেয়ার ক্ষেত্রে দ্বিতীয় পক্ষ সম্পুর্ণ নিরাপত্তামুলক ব্যবস্থা গ্রহণ করবে। যাহা ক্রেতার নিরাপত্তা চাহিদা পূরণ করবে ।
৩. প্রথম পক্ষের প্রতিষ্ঠানের মালামাল ও সম্পদ এর ক্ষতি/ নষ্ট হইলে জবাবদিহি করতে হবে এবং প্রয়োজ্য ক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হবে ।
৪.প্রথম পক্ষের মালামাল আনা-নেয়ার ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোন কারণে কোন মালামাল হারানো গেলে দ্বিতীয় পক্ষ দায়ী থাকবে ।
৫. দ্বিতীয় পক্ষের নিজস্ব গাড়ী ব্যতীত কোন তৃতীয় পক্ষের গাড়ী আমদানী / রপ্তানীর ক্ষেত্রে ভাড়া করা হলে তা প্রথম পক্ষকে জানাতে বাধ্য থাকিবে এবং নিরাপত্তামূলক সকল প্রকার নিয়ম কানুন মানিয়া নিতে বাধ্য থাকিবে ।
চলমান পাতা/২
৬. কারখানা থেকে সমুদ্র বন্দর / ডিপোতে পৌছানোর সময়সীমা বিরতিহীন ৭-৮ ঘন্টা, উক্তি সময়ের মধ্যে দ্বিতীয় পক্ষ রপ্তানী পণ্য সমূদ্র বন্দর/ ডিপোত পৌছে দিতে বাধ্য থাকবে ।
৭. রপ্তানী পণ্যবাহী গাড়ী যাত্রা পথে (কারখানা থেকে সমুদ্র বন্দর / ডিপো) নিরাপত্তাহীনতা সম্পর্কিত কোন হুমকি, দূর্ঘটনা ও অপ্রত্যাশিত কোন ঘটনার সম্মুখীন হলে সাথে সাথে দ্বিতীয় পক্ষ সরাসরি প্রথম পক্ষকে অর্থাৎ কারখানা প্রতিনিধিকে জানাতে হবে ।
৮. প্রথমপক্ষের নির্ধারিত রোড ম্যাপ (সংযুক্তি) অনুযায়ী দ্বিতীয় পক্ষের গাড়ী চলাচল করবে এবং এছাড়া কোন স্থলে বিরতি দেয়ার প্রয়োজন পড়লে তা কর্তৃপক্ষেকে অবহিত করতে হবে ।
৯. দ্বিতীয় পক্ষ সি-টিপ্যাট এর নির্দেশনা অনুসারে কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিমালা মেনে চলবে, যেমন ব্যাকগাউন্ড চেকের ক্ষেত্রে সর্বশেষ কর্ম ক্ষেত্রে চাকুরীর ইতিহাস এবং রেফারেন্স ইত্যাদি।
১০. উভয় পক্ষ ১ (এক) মাসের অগ্রিম নোটিশের মাধ্যমে উক্ত চুক্তিনামা বাতিল করিতে পারিবেন।
এতদ্বারা স্বেচ্চায় স্ব-জ্ঞানে সুস্থ্য শরীরে পক্ষগণ অত্র দলিল পাঠ করিয়া ও উহার র্মম ভালভাবে অবগত হইয়া স্বাক্ষীগণের সম্মুখে দুই পক্ষ সহি সম্পাদন করিলাম ।
প্রথম পক্ষের স্বাক্ষর ও তারিখ দ্বিতীয় পক্ষের স্বাক্ষর ও তারিখ
মোঃ ওমর শরীফ জনাব মোঃ আমিন মোল্লা
শরীফ গ্রুপ মেসার্স বেগমগঞ্জ ট্রান্সপোর্ট এজেন্সী
মীরের বাজার, গাজীপুর ২৯০ মসজিদ মার্কেট (২য় তলা),
শনির আখড়া ট্রাক স্ট্যান্ড, ঢাকা-১২৫৬।
স্বাক্ষীগণের নাম ও স্বাক্ষরঃ
No comments