ক্যান্টিন চুক্তিনামা (Canteen Agreement)
ক্যান্টিন চুক্তিনামা
(Canteen Agreement)
আমি মোঃ পিতাঃ মোঃ আরাফাত; সাকিনঃ ধনগ্রাম, পোষ্টঃ ধনগ্রাম থানাঃ সদর জেলাঃ নীলফামারী।
একজন ক্যান্টিন খাদ্য সরবরাহকারী হিসাবে শরীফ গ্রুপ, মীরের বাজার, গাজীপুরের কারখানায় সঠিক মূল্যে, মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাদ্য সামগ্রী সরবরাহ করার নিমিত্তে নিন্ম স্বাক্ষরকারীগণের মোকাবেলায় এই মর্মে অঙ্গিকার করিতেছি যে, আমি নিন্ম বর্ণিত মালামাল বিক্রয় করার সময় পরিবেশ সম্মতভাবে তা সংরক্ষণ করিব। উক্ত মালামাল খাদ্য সামগ্রী সরবরাহের ক্ষেত্রে সঠিক মান বজায় রাখিব ও মূল্য সঠিক রাখিব। আমার সরবরাহকৃত মালামাল ও খাদ্য সামগ্রীতে কোনরূপ ভেজাল ও তারিখ উত্তীর্ণ পরিলক্ষিত হইলে আইনের আওতায় আসিব। আমি কোম্পানীর সকল নিয়মকানুন মানিয়া চলিতে বাধ্য থাকিব। আমার দ্বারা কারখানার কোন শ্রমিক-কর্মচারী ক্ষতি বা হয়রানীর শিকার হইবে না এই মর্মে অঙ্গীকার প্রদান করিতেছি।
খাদ্য তালিকা
০১ বিস্কুট ছোট প্যাক ০১ প্যাকেট ০৬.০০ টাকা
০২ বিস্কুট বড় প্যাক ০১ প্যাকেট ১২.০০ টাকা
০৩ কেক ০১ পিস ০৫.০০ টাকা
০৪ সিংগারা/চমুচা/পুরি ০১ পিস ০৫.০০ টাকা
০৫ কোমল পানীয় ছোট ০১ বোতল ১৩.০০ টাকা
০৬ চানাচুর ০১ প্যাকেট ছোট ০৮.০০ টাকা
০৭ কলা প্রতি পিস ০২.০০ টাকা
০৯ বন রুটি প্রতি পিস ০৫.০০ টাকা
১০ পাউরুটি ছেটি প্রতি প্যাকেট ১২.০০ টাকা
১১ চিপস প্রতি প্যাকেট ১০.০০ টাকা
নিন্মে বর্ণিত ব্যক্তিগনের সম্মুখে সহি সম্পাদন করিলাম ।
মোঃ আরাফাত কর্তৃপক্ষের পক্ষে
সেলিম মিয়া
সাক্ষীগনের নামঃ
১।
২।
No comments