বর্জ্য নিষ্কাশনের চুক্তিনামা (Wastage Agreement)
বর্জ্য নিষ্কাশনের চুক্তিনামা
(Wastage Agreement)
প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ
শরীফ গ্রুপ মের্সাস সামসুল হক এন্টারপ্রাইজ
মীরের বাজার, গাজীপুর ১২/১ পল্লবী, রোড-৩, বøক-সি, মিরপুর, ঢাকা-১২১৬।
১ম পক্ষ ও ২য় পক্ষ নিম্নবর্নিত শর্ত স্বাপেক্ষে চুক্তি পত্র সম্পাদন করিয়া স্বাক্ষর করিলাম।
শর্তাবলী
১। শরীফ গ্রুপ, মীরের বাজার, গাজীপুর এর যাবতীয় কাটিং জুট, ওয়েস্টেজ ফেব্রিক্স, মেইনটেনেন্স এর যাবতীয় অব্যবহৃত ও ভাঙ্গা দ্রব্যাদি ও অন্যান্য অব্যবহৃত দ্রব্য সামগ্রী ২য় পক্ষ চুক্তিকালীন সময় ১ম পক্ষের নিকট হইতে নির্ধারিত মূল্যে ক্রয় করিবে।
২। ২য় পক্ষের বৈধ ব্যবসায়িক ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং উহার ফটোকপি ১ম পক্ষের নিকট দাখিল করিতে হইবে। প্রতি বছর নবায়নকৃত ট্রেড লাইসেন্স এর নবায়ন কপি ১ম পক্ষের নিকট হস্তান্তর করিবে।
৩। ১ম পক্ষের নিকট হইতে ওয়েস্টেজ ও মালামাল গ্রহনের সময় অবশ্যই সুষ্ঠভাবে ও স্বাস্থ্যসম্মতভাবে বহন করিতে হইবে।
৪। ভাঙ্গা বাল্ব, ভাঙ্গা নিডেল, কেমিক্যাল ড্রাম, লিফটার পট, থিনার পট কারখানা হতে বাহির করার সময় অবশ্যই বিশেষ সতর্কতার সহিত বাহির করিতে হইবে যাহাতে করিয়া কারখানার কোথাও যেন ছড়িয়ে না পড়ে। কেমিক্যাল ড্রাম কারখানা হইতে বের করার পূর্বে যথাযথভাবে ধৌত করে নিতে হবে, কোন অবস্থাতে নদীতে বা পুকুরে ধৌত করা যাইবে না। বিশেষ করিয়া ভাঙ্গা বাল্ব, ভাঙ্গা নিডেল রিসাইক্লিন কারখানায় হস্তান্তর করতে হবে।
৫। সকল মালামাল ক্রয় ও বিক্রয় এর ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন যথাযথভাবে মেনে চলিতে হইবে।
চলমান পাতা-২
পাতা-২
৬। ২য় পক্ষ প্রতিদিনের বর্জ্য প্রতিদিন নিয়ে গেটপাশ/চালান করে নিয়ে যাইবে।
৭। উক্ত চুক্তি পত্র চুক্তি সম্পাদনের সময় হইতে পরবর্তী ০৩ (তিন) বছর এর জন্য বহাল থাকিবে ।
৮। যদি কোন পক্ষ (১ম পক্ষ ও ২য় পক্ষ) আইনসম্মত কোন ধারা/বিধান ভঙ্গ করিয়া বা চুক্তি পত্রের কোন শর্ত অনুসরন না করিয়া থাকে তবে উক্ত চুক্তি পত্র বাতিল বলিয়া গন্য হইবে। যদি কোন পক্ষ বেআইনী বা অবৈধভাবে চুক্তি পত্রের কোন শর্ত ভঙ্গ করিয়া থাকে তবে অপর পক্ষ তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে পারিবে।
৯। বাস্তব অবস্থা বা পরিবেশের প্রেক্ষিতে উক্ত চুক্তি পত্র উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে পরিবর্ধন, পরিমার্জন ও সংশোধন করিতে পারিবে।
আমরা উভয় পক্ষ উক্ত চুক্তি পত্রের সকল শর্ত মানিয়া সুস্থ মস্তিস্ক ও স্বজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় নিম্ন বর্নিত স্বাক্ষীগনের মোকাবিলায় স্বাক্ষর করিলাম।
প্রথম পক্ষের স্বাক্ষর ও তারিখ দ্বিতীয় পক্ষের স্বাক্ষর ও তারিখ
শরীফ গ্রুপ মের্সাস সামসুল হক এন্টারপ্রাইজ
মীরের বাজার, গাজীপুর ১২/১ পল্লবী, রোড-৩, ব্লক-সি, মিরপুর, ঢাকা-১২১৬।
স্বাক্ষীগণঃ
০১.
০২.
০৩.
No comments